রংপুর: রংপুর নগরীর ঘোড়াপীর মাজার এলাকায় ৭ তালা ভবন থেকে পড়ে মোস্তাফিজার রহমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর কারুপণ্য লিমিটেডের নির্মাণ কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা শ্রমিকরা বাংলানিউজকে জানান, রংপুরের শ্রামপুর মন্ডল পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে মোস্তাফিজার রহমান জেটিতে করে ৭ তালায় উঠার সময় সেখান থেকে নিচে পড়ে যান।
এ সময় তিনি চলন্ত মিকচার মেশিনের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রমিকদের অভিযোগ নির্মাণ কাজ চালু করার পর থেকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা করা হয়নি।
এ বিষয়ে রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শ্রমিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪