ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থেকে শাহনাজ আকতার সাহানা (৩৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গর্ভমেন্ট স্টাফ কোয়ার্টারের পানির ট্যাংকির পূর্বদিকের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাহানা বরিশালের বানারীপাড়ার খলিল সরদারের মেয়ে।
শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪