ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিফ ইঞ্জিনিয়ার হতে ১০ পয়সাও লাগে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
চিফ ইঞ্জিনিয়ার হতে ১০ পয়সাও লাগে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার হতে ১০ পয়সাও লাগে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি ঘোষণা দেন, তার মন্ত্রণালয়ে পার্সেন্টিস-কমিশন চলবে না।

পার্সেন্টিস নিয়ে কাউকে বিশেষ সুবিধাও দেওয়া যাবে না। প্রমোশন হবে মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে।

নতুন বছরের আগমনের প্রাক্কালে নতুন শপথ আর অঙ্গীকার করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে তেজগাঁও সড়ক ভবনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

এ সময় সারাদেশ থেকে আগত কয়েক হাজার সড়ক কর্মচারীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান তিনি। সেতুমন্ত্রী বলেন, নতুন বছরে আমার স্লোগান হচ্ছে- ‘করবো না মোরা দুর্নীতি, সুফল পাবে দেশ-জাতি। ’

এই সময় সমবেত কয়েক হাজার সড়ক পরিবহন কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীর সঙ্গে এ অঙ্গীকার বাক্য পাঠ করেন।

মন্ত্রী বলেন, এখানে কোনো ইঞ্জিনিয়ারের বদলিতে টাকা লাগবে না। চিফ ইঞ্জিনিয়ার হতে ১০ পয়সাও লাগে না। সিনিয়রিটিরি ভিত্তিতে চিফ ইঞ্জিনিয়ার হবেন।

মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগে অতীতের টেন্ডারবাজি, মারামারি ও খুনাখুনি এখন অতীতের ব্যাপার। এটা বিস্মৃত অতীত। এসব এখন আর চলবে না।

নতুন বছরে দুর্নীতি কমিয়ে আনার শপথ নিচ্ছেন মন্ত্রী এমনটি জানিয়ে তিনি বলেন, ২০১৫ সালের টার্গেট, আমরা দুর্নীতি ৬০ থেকে ১০ ভাগে কমিয়ে আনবো।

তিনি জানান, সংকটকালে প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। নেত্রীর মুখ রক্ষার জন্য তিনি এ কাজ করছেন।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর স্বপ্নের পদ্মাসেতু, ঢাকা-চট্টগ্রাম চার লেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এ সব তার স্বপ্ন ছিল। আমি পাইপলাইনে নিয়ে এসেছি মাত্র। কিন্তু, আমি একটা জায়গায় দুর্বল। সেটা হচ্ছে পরিবহন সেক্টর। সড়ক দুর্ঘটনা আমার দুর্ভাবনা।

তিনি বলেন, সন্তানহারা জননীর কান্না, ভাইহারা বোনের ফরিয়াদ, পিতাহারা সন্তানের আহাজারি- এটা আমাকে কষ্ট দেয়। টেলিভিশনের স্ক্রলে দুর্ঘটনার খবর যখন দেখি, তখন আমি বেদনার তীরে বিদ্ধ হই।

দুর্ঘটনার ১৪৪টি স্পট সংস্কারে ১৬৫ কোটি টাকার বরাদ্দ পেয়েছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিগগিরই এগুলো ঠিক করা হবে।

মন্ত্রী তার পথচলায় সাংবাদিক ও সংবাদমাধ্যমের সহযোগিতার কথা তুলে ধরে বলেন, কুয়াশা, রোদ, ঝড়, বৃষ্টিতে আমার সঙ্গী হয়েছেন সাংবাদিকেরা। সড়ক দুর্ঘটনা রোধে, ক্যাম্পেইনেও তারা সহযোগিতা করেছেন। দুর্ঘটনা আর যানজটের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি।

তিনি বলেন, দুর্ঘটনা রোধে অন্যান্য মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে। আমি নতুন সেই শপথ নিচ্ছি, যাতে দুর্ঘটনা অন্তত কিছুটা হলেও কমিয়ে আনতে পারি।

মন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা আমাকে নামাজের সিজদায় যেতে দেয় না। শরীরে এখনও মেটাল নিয়ে বেঁচে আছি। শীতে অনেক কষ্ট হয়। তবুও কষ্ট নিয়ে রাস্তায় ছুটে যাই। যতক্ষণ ক্ষমতা আছে, ততদিন আমি চেষ্টা করে যাবো।

দেশের উন্নয়নে কোনো দল নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, হরতাল এখন দাবি আদায়ের অকেজো অস্ত্র হয়ে গেছে। ভবিষ্যতে বিরোধী দলে গেলেও এই শিক্ষা যেন সবাই-ই গ্রহণ করি।

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা হরতাল ডেকে এয়ারকন্ডিশন্ড রুমে আরামের শয্যা পাতেন। নেতারা আসেন না। নেতা না আসলেও কর্মীরাও তো আসবে না।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্যাতন, অত্যাচার মোকাবেলা করার সাহস থাকতে হবে। সরকার যদি জানতো, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, তাহলে এতে র‌্যাব-পুলিশ-বিজিবি লাগতো না।

তেজগাঁও সড়ক ভবনে আয়োজিত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে আরো বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন খোন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।