গাজীপুর: দেশে কৃষকদের কার্ড দেওয়ায় গ্রামে মহাজন শব্দ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) অডিটরিয়ামে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ছয়ব্যাপী ব্রি বাষিক গবেষণা পর্যালোচনা উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী বলেন, মফস্বলে শ্রমের বিপরীতে যাতে অর্থ যায় সেজন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কৃষকদের দেওয়া একটি কার্ডের কারণে গ্রামে মহাজন শব্দটা নেই। মহাজনরা এখন সামাজিক ব্যবসার দিকে ঝুঁকছেন।
কৃষিক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আমরা সাফল্য ও উন্নয়নের এমন জায়গায় অবস্থান করছি যা দেখে বিশ্বের বিভিন্ন দেশ আমাদের দিকে চেয়ে থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত টেকসই বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কৃষিমন্ত্রী।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রি-এর পরিচালক (প্রশাসক ও সাধারণ পরিচর্যা)) ড. শাহজাহান কবির।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম ও ব্রি-এর পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী।
অনুষ্ঠানে ব্রি, বারি, বিএআরসি, ডিইউ, ইরিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১,২০১৪