ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৪ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
টেকনাফে ৪ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ৪ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হ্নীলা সীমান্ত সংলগ্ন নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে ইয়াবাসহ একটি নৌকা জব্দ করা হয়।



বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বাংলানিউজকে জানান, বিজিবির একদল সদস্য হ্নীলা সীমান্ত সংলগ্ন নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেট এলাকায় টহল দিচ্ছিলো। হঠাৎ বিজিবি দেখতে পায় একটি নৌকায় কয়েকজন পাচারকারী পাড়ের দিকে আসছে। এসময় বিজিবি ধাওয়া করলে পাচারকারীরা পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে তারা নৌকায় তল্লাশি করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করে।  

উদ্ধার করা ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।