কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ৪ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হ্নীলা সীমান্ত সংলগ্ন নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে ইয়াবাসহ একটি নৌকা জব্দ করা হয়।
বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বাংলানিউজকে জানান, বিজিবির একদল সদস্য হ্নীলা সীমান্ত সংলগ্ন নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেট এলাকায় টহল দিচ্ছিলো। হঠাৎ বিজিবি দেখতে পায় একটি নৌকায় কয়েকজন পাচারকারী পাড়ের দিকে আসছে। এসময় বিজিবি ধাওয়া করলে পাচারকারীরা পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে তারা নৌকায় তল্লাশি করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করে।
উদ্ধার করা ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪