ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
গাংনীতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় গাঁজা সেবন ও মজুদ রাখার দায়ে নাজির উদ্দীন (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এই দণ্ডাদেশ দেন।



নাজির উদ্দীন গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া এলাকার খবির উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল আমিন বাংলানিউজকে জানান, সকালে ১১টার দিকে বামুন্দী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) তৈহিদুল ইসলাম বামুন্দী পশুহাট এলাকায় অভিযান চালিয়ে দুই গ্রাম গাঁজাসহ নাজির উদ্দীনকে আটক করে।

পরে নাজির উদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।