মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় গাঁজা সেবন ও মজুদ রাখার দায়ে নাজির উদ্দীন (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এই দণ্ডাদেশ দেন।
নাজির উদ্দীন গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া এলাকার খবির উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল আমিন বাংলানিউজকে জানান, সকালে ১১টার দিকে বামুন্দী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) তৈহিদুল ইসলাম বামুন্দী পশুহাট এলাকায় অভিযান চালিয়ে দুই গ্রাম গাঁজাসহ নাজির উদ্দীনকে আটক করে।
পরে নাজির উদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠান।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪