ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় নিখোঁজের চারদিন পর ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রুহুল আমিনের (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আজলপট্টি গ্রামের একটি পুকুর পাড় থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুহুল আমিন একই উপজেলার খোলশাডুবি গ্রামের আক্কাছ মোল্যার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, স্থানীয়রা পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রুহুলের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে যাত্রী বহন করতেন। গত ২৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় সালথা বাজার থেকে যাত্রী নিয়ে সোনাপুর বাজারের উদ্দেশে গিয়ে আর বাড়ি ফেরেননি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪