গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফেনসিডিলসহ জিনফু সিকদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার কুশলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়ির পাশের রাস্তা থেকে জিনফুকে আটক করা হয়।
পরে, তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪