ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ত্রাণ বিতরণে অনিয়ম, গুদাম সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
ঠাকুরগাঁওয়ে ত্রাণ বিতরণে অনিয়ম, গুদাম সিলগালা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গায় ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুয়োসুয়ো ইউনিয়ন পরিষদের একটি গুদাম কক্ষ সিলগালা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছগির হোসেন নিজে উপস্থিত থেকে কক্ষটি সিলগালা করে দেন।



ইউএনও ছগির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে জেলা প্রশাসক তাকে বিষয়টি দেখার নির্দেশ দেন। তিনি ইউপি কার্যালয়ে এসে গুদামকক্ষটি তালাবদ্ধ দেখেন। চেয়ারম্যান মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ কর‍া হলে চেয়ারম্যান না আসায় কক্ষটি সিলগালা করা হয়।

জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।