রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যান চাপায় জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার তাড়ইল এলাকার সামাদ কোম্পানির ছেলে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেল ৪টার দিকে জাহাঙ্গীর মিয়া নিজ মোটরসাইকেলে করে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক দিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিলেন।
নলপাথর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর মিয়া নিহত হন।
ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪