ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

জানুয়ারিতে বিএনপি কঠোর কর্মসূচি দেবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
জানুয়ারিতে বিএনপি কঠোর কর্মসূচি দেবে না ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: জানুয়ারিতে বিএনপি কঠোর কর্মসূচি দেবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (৩১ ডিসেম্বর)বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে সংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



হরতাল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, গত দুই দিনে বিএনপির ভালো মতো শিক্ষা হযেছে। তারা জনগণকে বুঝতে পেরেছে। এখন আর হরতাল হয় না। আজকের হরতালেও আমি ট্রাফিক সিগনালে আটকে ছিলাম। এ জন্য আমার বিশ্বাস জানুয়ারি মাসে রাজনৈতিক অস্থিরতা হবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে তারা যত কথাই বলুন ২০১৯ সাল পযর্ন্ত আর কোনো নির্বাচন হবে না।

সম্প্রতি মহাখালীতে স্কুল শিক্ষিকা হত্যা প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, মির্জা ফখরুল বলেছেন ওই শিক্ষিকাকে সরকারের এজেন্ট হত্যা করেছে। তাহলে কি তিনি সরকারের এজেন্ট?

এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনেক সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে রাজধানীর পূর্বাচলে স্থায়ীভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।