পাথরঘাটা (বরগুনা): সুন্দরবনের দস্যু ফেরাউন বেল্লাল বাহিনীর জিম্মিদশা থেকে সাড়ে চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে চার জেলে ফিরে এসেছেন।
জিম্মিদশা থেকে সাড়ে চারমাস পর বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তারা পাথরঘাটা বিএডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসেন।
ফিরে আসা জেলেরা হলেন- বরগুনা উপজেলার হাবিবুর রহমান, আব্দুল লতিফ ও আবুল কালাম। তারা উপজেলার হাতেমপুর ও মঠেরখাল গ্রামের বাসিন্দা।
অপর জেলে সেরাজ মাঝি যশোরের অভয়নগরের বাসিন্দা। অসুস্থ থাকায় ট্রলার মালিকের পক্ষ থেকে ফিরে আসা জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এফবি মানিক ট্রলারের মাঝি বাদশা মিয়া বাংলানিউজকে বলেন, দস্যু ফেরাউন বেল্লাল বাহিনীর আস্তানায় সাড়ে চার মাস ধরে বন্দি ছিলেন চার জেলে। অনেক কষ্টে মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এখনো ২০ জেলে তাদের আস্তানায় বন্দি রয়েছে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, ফিরে আসা জেলেদের চিকিৎসা দেওয়া হয়েছে। বাকী জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
২৪ ডিসেম্বর একই ট্রলারের দুই জেলে ফেরাউন বেল্লাল বাহিনীর আস্তানা থেকে পালিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪