ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

পাবনায় পুলিশি অভিযানে গ্রেফতার ৬৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
পাবনায় পুলিশি অভিযানে গ্রেফতার ৬৯

পাবনা: হরতালের নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে পাবনা জেলার ১১টি থানা থেকে ৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

পরে সকাল সাড়ে ১১টায় তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হচ্ছে।

পাবনা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, হরতালে নাশকতার আশঙ্কায় জেলার ১১টি থানায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে সদর থানায় ১৫ জন, সুজানগর থানায় ৪, আটঘরিয়ায় ৩, বেড়া থানায় ২, সাঁথিয়ায় ১৯, আতাইকুলায় ২,  আমিনপুরে ৩, ঈশ্বরদীতে ১১, চাটমোহর ৬, ভাঙ্গুড়া ২ ও ফরিদপুর থানায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।