পাবনা: হরতালের নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে পাবনা জেলার ১১টি থানা থেকে ৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।
পাবনা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, হরতালে নাশকতার আশঙ্কায় জেলার ১১টি থানায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে সদর থানায় ১৫ জন, সুজানগর থানায় ৪, আটঘরিয়ায় ৩, বেড়া থানায় ২, সাঁথিয়ায় ১৯, আতাইকুলায় ২, আমিনপুরে ৩, ঈশ্বরদীতে ১১, চাটমোহর ৬, ভাঙ্গুড়া ২ ও ফরিদপুর থানায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪