ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো ছিনতাইকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো ছিনতাইকারীরা ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে নাজমুল (৩০) নামে এক ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।  

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।



আহত নাজমুল রাজধানীর টঙ্গী-গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি কমলাপুরে একটি টেইলার্সে কাজ করেন। বর্তমানে তার অবস্থা অশঙ্কাজনক বলে জানা গেছে।  

উদ্ধারকারী শহিদুল জানান, বনানী চেয়ারম্যান বাড়ী সংলগ্ন রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় নাজমুলকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তার পায়ের গোড়ালি থেতলানো ছিল।

নাজমুলের বরাত দিয়ে শহিদুল জানান, রাজধানীর কমলাপুরে একটি টেইলারের দোকানে কাজ করেন নাজমুল। ফলে কমলাপুর থেকে নিজ বাড়ি টঙ্গীতে ট্রেনে যাতায়াত করেন তিনি।

প্রতিদিনের মতো বুধবারও ট্রেনে চড়ে বাসায় যাচ্ছিলেন নাজমুল। এসময় বেলা ৪টার দিকে ৪জন ছিনতাইকারী তাকে মারধর করে ৬ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে চলন্ত ট্রেন থেকেও তাকে ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।