ঢাকা, শনিবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে বাবার হাতে ছেলে খুন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বদরগঞ্জে বাবার হাতে ছেলে খুন

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় ছেলের কাছে টাকা চাইতে গিয়ে ঝগড়ার জের ধরে বাবার অস্ত্রের আঘাতে ছেলে খুনের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় (৩১ ডিসেম্বর) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন সোডাপীর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াপাড়া গ্রামের রায়হান (২৬) তার নবজাতক কন্যা ও স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় তার বাবা আমিনুল ইসলাম ছেলের কাছে টাকা চাইলে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আমিনুল হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে ‍আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।