নোয়াখালী: ঢাকার কাজীপাড়ায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় শিক্ষিকা সামছুন্নাহার দুই সন্তানসহ দগ্ধ হওয়ার প্রতিবাদে ও আহতদের সু-চিকিৎসায় সরকারি সহায়তার দাবিতে মানববন্ধন করেছে হাতিয়া শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে হাতিয়ার শিক্ষক নেতারা জানান, ২৯ ডিসেম্বর বিএনপি’র ডাকা হরতালের আগের দিন রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কাজীপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় হাতিয়া ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সামছুন্নাহার ও তার দুই সন্তানসহ দগ্ধ হন।
বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু এখনো তারা সরকারিভাবে চিকিৎসার জন্য কোনো ধরনের সহায়তা পায়নি।
তাই শিক্ষিকা সামছুন্নাহার ও তার দুই সন্তানের সু-চিকিৎসায় সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতার দাবি জানান হাতিয়া শিক্ষক সমিতি নেতারাসহ সব শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুনয়ারি ০৮, ২০১৫
** পেট্রল বোমায় দগ্ধ মা-ছেলে আশংকামুক্ত নন