ভোলা: ভোলায় পৃথক ৩টি অভিযানে মেঘনার বিভিন্ন এলাকা ও একটি লঞ্চ থেকে ৯০ মন জাটকা ইলিশ জব্দ করেছে গোস্টগার্ড।
বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুর পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা এ অভিযান চালায়।
কোস্টগার্ড লে, কমান্ডার তানভির হোসেন ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলার রামদাসপুর, ঢাকা হাতিয়া রুটের এমভি ফারহান-৩ ও বরিশাল মৎস ঘাট এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই সব পয়েন্ট থেকে একটি ট্রলারসহ ৯০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাছের মূল ৭ লাখ ২০ হাজার টাকা।
পরে জব্দকৃত মাছ ভোলা ও বরিশালেল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এতিম খানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মেঘনায় জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করে। এসব অভিযানের নেতৃত্ব দেন কোস্টগার্ডের অপারেশন অফিসার আমজাদ হোসেন ও লে. খালিদ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুনয়ারি ০৮, ২০১৫