ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাট সীমান্তে জামাল হোসেন(৩৫) নামে বাংলাদেশি রিকশা চালককে পিটিয়ে জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় বিএসএফ।



বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে উদ্ধার করে।

জামাল হোসেন বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নড়াইল সদর উপজেলার মুলাশ্রী(বাগুডাঙ্গা) এলাকার হেমায়েত আলীর ছেলে।

বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার শামসুল হক বাংলানিউজকে জানান, স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লাশের মতো জামালকে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তের ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক মেইন পিলারের কাছ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর জ্ঞান ফিরলে বিজিবি জানতে পারে জামালকে মারপিটের কথা।

এখন তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।