বেনাপোল(যশোর): ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে বিশ্ব ইস্তেমায় যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হলোনা হাজারো বিদেশি ধর্মপ্রাণ মুসল্লির। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের বাধার কারণে অবশেষে তাদের স্বদেশে ফিরে যেতে হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্টের সিল বাতিল করে ভারতে ফেরত পাঠায়।
এদিকে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অপেক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এসব মুসল্লিরা।
এসময় সরকারের অব্যবস্থাপনার ওপর তারা বিভিন্ন মন্তব্য করেন। তবে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের আশায় এদের মধ্যে শতাধিক পাসপোর্ট যাত্রীকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেকপোস্ট ইমিগ্রেশন চত্বর ও নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করতে দেখা গেছে। শেষ পর্যন্ত তাদের কি অবস্থা হয়েছে তা জানা যায়নি।
বিদেশি নাগরীকরা বেনাপোল চেকপোস্টে এসে দীর্ঘ সময় আটকা পড়ে যখন উত্তেজিত হচ্ছিল তখন অপ্রতীকর ঘটনা এড়াতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট সীমান্তে বিএসএফের বাড়তি নিরাপত্তা জোরদার করে। বেনাপোল পোর্ট থানা থেকেও চেকপোস্ট এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়।
এব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, ভারত থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে বিশ্ব ইস্তেমায় যোগ দেওয়ার উদ্দেশে যারা ইমিগ্রেশন ভবনের মধ্যে প্রবেশ করেছিল তাদের সবাইকে সন্ধ্যার মধ্যে ভারতে ফেরত পাঠানো হয়েছে। যারা ইমিগ্রেশনের বাইরে অপেক্ষায় ছিল তাদের বিষয়ে তিনি কিছু জানেনা বলে জানান।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
** ট্যুরিস্ট ভিসায় ইজতেমা নয়