ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরার সাংবাদিক চম্পক রায় চৌধুরী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
মাগুরার সাংবাদিক চম্পক রায় চৌধুরী আর নেই সাংবাদিক অ্যাডভোকেট চম্পক রায় চৌধুরী

মাগুরা: মাগুরার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট চম্পক রায় চৌধুরী (৫৮) আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মিরপুর ডেল্টা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, বৃদ্ধ বাবা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার মাগুরা শহরের সাতদোহা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। চম্পক রায়ের মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য মো. সিরাজুল আকবর এমপি, সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

অ্যাডভোকেট চম্পক রায় চৌধুরী ১৯৬৯ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। তিনি মাগুরা থেকে প্রকাশিত গণসংবাদ পত্রিকার সম্পাদক এবং যশোর ও ঢাকার বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সবশেষে তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের মাগুরা জেলা প্রতিনিধি ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।