ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর শাহাজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রাজধানীর শাহাজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা: রাজধানীর শাহাজাদপুর তৃপ্তি হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় নিহতরা হলেন, বিল্লাল হোসেন (৩০)। তিনি পেশায় রিকশাচালক। আবু তাহের ভূইয়া (৬০)। তিনি পেশায় নিরাপত্তাকর্মী। আরেকজন হলেন, মো. লিটন (৩০)। তিনি পেশায় রিকশাচালক।

সড়ক দুর্ঘটনার পর বিল্লাল ও আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। নিহত দুইজনের বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক। এছাড়া ঘটনাস্থলে লিটনের মৃতু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন, ইয়াদুল (১৬)। তিনি বাংলানিউজকে বলেন, আমি পেশায় রুটি-হালুয়া বিক্রেতা। আমি ওই স্থানে দাঁড়িয়ে রুটি-হালুয়া বিক্রি করছিলাম। তার পাশে একটি খালি বাস দাঁড়িয়ে ছিল। এমন সময় ওই বাসটিকে সুপ্রভাত পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-২৭৫৮) একটি বাস এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই বাসটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫, আপডেট ০৯৫৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।