ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৩ ছবি : ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মগবাজারে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কারের চালক আবুল কালাম (২৬) গুরুতর আহত হয়েছেন।

তার শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে।

অপর দিকে মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের দুই যাত্রী দগ্ধ হয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত গাড়ি চালক আবুল কালাম বাংলানিউজকে বলেন, গাড়িতে বসে গান শুনছিলাম। এসময় কে বা কারা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এর একটি গাড়ির ভেতরে আসে। এতে গাড়িতে আগুন ধরে যায় ও আমি দগ্ধ হই।

চাচাত ভাইর কাছ থেকে প্রাইভেটকার নিয়ে রাজু আহমেদ নামক এক ব্যক্তি মগবাজারে অনুষ্ঠানে আসেন। তারই চালক আবুল কালাম।

রাজু আহমেদ বাংলানিউজকে বলেন, রাত ১১টার দিকে মগবাজারে আগোরার সামনে গাড়ি রেখে আমি একটি অনুষ্ঠানে যাই। কিছুক্ষণ পরে চিৎকার শুনতে পাই। এসে দেখি গাড়ি জ্বলছে। দগ্ধ হয়ে গুরুতর আহত হন আমার চালক আবুল কালাম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
 
এদিকে রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বেরিবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মিজানুর রহমান (৩০) ও আবদুল গফুর (৩২) নামে দুই যাত্রী দগ্ধ হন।

কামরাঙ্গীর চরের পশ্চিম নবীনগরের আল হোসেনিয়া জামে মসজিদের খাদেম মিজানুর রহমান এবং গফুর একই মসজিদের মোয়াজ্জিন।

মিজানুর ও গফুর জানান, মসজিদের ইমাম রুহুল আমিনকে গাবতলীতে বাসে তুলে দিয়ে তারা ফিরছিলেন। পথে মোহাম্মদপুর বেরিবাঁধ কবরস্থান সংলগ্ন রাস্তায় চলন্ত গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আরো ৬/৭ জন যাত্রী ছিল।

এতে মিজানুর রহমানের দুই হাত ও দুই পা এবং গফুরের দুই পা ও এক হাত পুড়ে গেছে।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময় : ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** জয়পুরহাটে ট্রাকে আগুন
** মাগুরায় বাসে আগুন, আহত ১

** কুমিল্লায় মালবাহী লরিতে আগুন, দগ্ধ ২

** মিরপুর, মতিঝিল ও বিজয়নগরে বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।