টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে: ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে শীতজনিত কারণে তিন জন মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ওই তিনজন হলেন, মো. কফিলউদ্দিন (৬৫), জাহাঙ্গীর আলম (৬৫) ও আব্দুস সালাম (৫০)।
শনিবার (১০ জানুয়ারি) ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে নামাজে জানাজার পর তাদের মৃতদেহ নিজ নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।
মৃত মো. কফিলউদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার মাঝের নগর গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে। শনিবার ভোর পৌনে ৪টার দিকে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যূ হয়। মৃত জাহাঙ্গীর আলম ঢাকার দক্ষিণ বাড্ডার বাসিন্দা। বার্ধক্যজনিক কারণে তার মৃত্যু হয়। আব্দুস সালাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার কির্তনীয়া গ্রামের বাসিন্দা। শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান এ খবর নিশ্চিত করেন।
কঠোর নিরাপত্তায় তাবলিগ জামাতের ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। মূলমঞ্চের বয়ান নিয়মিতভাবে মাইকে বাংলা তর্জমা ছাড়াও আরও কয়েকটি ভাষায় ঈমান, আমল ও আখলাকের ওপর বয়ান করা হচ্ছে।
কনকনে শীতকে উপেক্ষা করে এরই মধ্যে ঢাকাসহ দেশের নির্ধারিত ৩১টি জেলাসহ বিশ্বের ৭০টি দেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষের পদচারণায় সরব হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গণ।
শুক্রবার সারা রাত ধরে ইজতেমায় এসেছেন সাধারণ মুসল্লিরা। অবরোধ থাকলেও ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতে ব্যবহৃত কোনো যানবাহন সরকারি ব্যবস্থাপনার কারণে বিড়ম্বনায় পড়ছে না।
পুরো এলাকা ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সিসি টিভিসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আগামী রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘন্টা, জানুয়ারী ১০, ২০১৫