সাভার (ঢাকা): সাভারে নদীর মধ্যে একটি বালু কাটার আনলোড ড্রেজারের মধ্যে দুর্ধর্র্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোররাতে কর্ণপাড়া নদীর বালুঘাটা নদীর পাড়ে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ড্রেজারের ৮ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, আবুল, নয়ন, কাদের, দুলাল, আনোয়ার ও কবির।
তাদের সবার বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মহিষকান্দি গ্রামে।
এ বিষয়ে পুলিশ বাংলানিউজকে জানায়, সাভারের কর্ণপাড়া নদীর রাজাঘাট এলাকার বালুঘাটা নদীর পাড়ে ইমরান ড্রেজারে ঘুমিয়ে ছিলেন ৮ জন শ্রমিক। শনিবার ভোররাত চারটার দিকে ১০/১২ সদস্যের একটি দুর্ধর্ষ ডাকাত দল ওই ড্রেজারের ভেতরে ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে ডাকাতি শুরু করে।
এ সময় ডাকাতরা শ্রমিকদের বেতনের জন্য রাখা নগদ বিশ হাজার টাকা, আটটি মোবাইল ফোনসহ ড্রেজারের কয়েক লাখ টাকার মালামাল লুট করে শ্রমিকদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে অন্য ড্রেজারের শ্রমিকরা আহত শ্রমিকদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ড্রেজারের মধ্যে ডাকাতি হওয়ার খবর শুনে বালুঘাটা এলাকা পরিদর্শন করেছেন সাভার মডেল থানা পুলিশ।
নদীর পাড়ে ড্রেজারের মধ্যে ডাকাতি হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, ড্রেজারের মধ্যে ডাকাতির হওয়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫