ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে জামাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
সোমবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় সীমান্তের ৩৮৬ পিলার এলাকার ওপারে ভারতের ৩শ’ গজ ভেতরে ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের বারঘরিয়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।



জামাল হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।
 
তাকে ফেরত চেয়ে রাতেই ঠাকুরগাঁও-৩০ বিজিবির পক্ষ থেকে পতাকা বেঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বাংলানিউজকে জানান, অনুপ্রবেশের অভিযোগে আটক জামাল হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জামাল হোসেন কাজের সন্ধানে সীমান্ত পারি দিয়ে ভারতে প্রবেশ করে। ঠাকুরগাঁওয়ের পাড়িয়া সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।