নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরের শান্তিনগরে তিন নদীর মোহনায় জেগে ওঠা চরে নিট পল্লী গড়ে তোলার প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির (বিইজেএ) চেয়ারম্যান পবন চৌধুরী ওই স্থান পরিদর্শন করেছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শান্তিরচর নিট পল্লী স্থাপনের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা অনেকদূর এগিয়েছে। ইতোমধ্যে বিনিয়োগ বোর্ডও বিষয়টি নিয়ে সভা করেছে। অচিরেই বিকেএমইএ’সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনের সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিট পল্লী প্রতিষ্ঠা হলে বন্দর ও সোনারগাঁও এলাকায় প্রায় সাড়ে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে। সেসঙ্গে প্রায় ১ কোটি লোক এ থেকে উপকৃত হবেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫