ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীদের অংশগ্রহণ ছাড়া সুখী-সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
নারীদের অংশগ্রহণ ছাড়া সুখী-সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে দেশ গড়তে হলে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নারীদের অংশগ্রহণ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।


 
কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত মহিলা সমাবেশে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।
 
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জাতীয় মহিলা সংস্থা এ সমাবেশের আয়োজন করে।  
 
সমাবেশে স্পিকার আরো বলেন, নারীরা ঘরের কাজ সেরে বাইরে এসে নেতৃত্ব দিচ্ছে। কাজ করছে গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে। এভাবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে নিচ্ছে এদেশের নারীরা।  
 
তিনি বলেন, কোনো অপশক্তি যাতে করে দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য নারীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
 
স্পীকার মহিলা সমাবেশকে মা’দের সমাবেশ আখ্যা দিয়ে বলেন, এ রকম সমাবেশ দেশের প্রতিটি জেলা উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ে হওয়া দরকার। এসব সমাবেশের মধ্য দিয়েই নারী বিপ্লব ঘটবে।   এভাবেই ভিশন ২০২১ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
 
জাতীয়  মহিলা সংস্থার নেত্রী হামিদা তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদ।
 
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান, খোরশেদ আরা হক এমপি, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।