বরিশাল: বরিশালের বাবুগঞ্জ এবং গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা আড়াইটায় রহমতপুর খানপুরা সড়কের হাওলাদার ব্রিকসের সামনের একটি মাহিন্দ্রা (থ্রি-হুইলার) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল গাজী (৪০), পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা।
মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, খানপুরা সড়কের হাওলাদার ব্রিকসের সামনে পৌঁছালে যাত্রীবাহী মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাবুল গাজীর মৃত্যু হয় এবং আহত হন অন্য ৭ আরোহী।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
এদিকে নিহত ব্যবসায়ীর মৃতদেহ সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় বেলা আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় সানজিদা (১৫) নামে এক স্কুলছাত্রী মৃত্যু হয়েছে।
নিহত স্কুলছাত্রী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী এবং আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা হাবুল হাওলাদারে মেয়ে।
গৌরনদী হাসপাতালের চিকিৎসক ডা. দেওয়ান আব্দুস সালাম পরিবারের স্বজনদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, স্কুলছাত্রী ইজিবাইকে চড়ে বাড়িতে যাওয়ার পথে ইল্লা এলাকায় পৌঁছালে গলায় থাকা ওড়না চাকায় পেচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে মৃত্যুর ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫