ঢাকা: আগুনে পুড়ে গেছে রাজধানীর মিরপুর-১০ এর ঝুটপট্টির একটি বড় অংশ। এখানকার শতাধিক গোডাউনের মধ্যে ৫০ থেকে ৬০টি গোডাউন পুড়ে গেছে বলে দাবি করেছেন এগুলোর মালিকরা।
বুধবার দুপুর ২টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রাও। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুস সালাম বাংলানিউজকে বলেন, বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখনও প্রচণ্ড পরিমাণ ধোঁয়া বের হচ্ছিলো।
তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে গোডাউন মালিকরা বলেছেন, তাদের গড়ে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোডাউন মালিক মোশাররফ শিকদার ও অমিত মল্লিকের সঙ্গে বাংলানিউজের কথা হয় ঘটনাস্থলেই। তারা দুজনই যার যার ৮ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
মোশাররফ শিকদার বাংলানিউজকে বলেন, হরতালের কারণে গোডাউন থেকে মালপত্র বিক্রি সম্ভব হয়নি। ফলে প্রতিটি গোডাউনই ছিলো তৈরি পোশাক শিল্পের বিভিন্ন ধরনের ওয়েস্টেস সামগ্রীতে পূর্ণ।
ঝুটপট্টির নবজাগরণ ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মাসুম খান বাংলানিউজকে বলেন, তাদেরে সমিতির আওতাভুক্ত ৯টি গোডাউনের সবকটিই মালামাল পুড়ে গেছে। যার সরাসরি ক্ষতি প্রায় কোটি টাকা।
ঝুট পট্টির আউয়াল মার্কেট অংশে শতাধিক গোডাউন ছিল দাবি করে তিনি বলেন, এর অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে।
এক থেকে দেড় শ’ পরিবারের সদস্যরা এসব ঝুট গোডাউনে কাজ করতেন। আগুনের কারণে তারাও কর্মচ্যুত হলেন, বলেন মাসুম খান।
আগুন লাগার কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ঝুটপট্টির নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, ঝুটপট্টির পশ্চিম দিক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিকল্পনা সেলের সহকারী পরিচালক নূরুল ইসলামকে। মিরপুর জোনের ডিআইডি মামুন মাহমুদ, সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল আরেফিন কমিটিতে রয়েছেন। বুধবার রাত বা বৃহস্পতিবার থেকে কাজ করবে বলে জানান আবদুস সালাম।
এর আগেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
এদিকে আগুনের ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৫, আপডেট ১৮২৩
** মিরপুরে ঝুটপট্টিতে ভয়াবহ আগুন