ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অগ্নিসংযোগের অভিযোগে ২৩ ছাত্রদলকর্মীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ময়মনসিংহে অগ্নিসংযোগের অভিযোগে ২৩ ছাত্রদলকর্মীর নামে মামলা

ময়মনসিংহ: ভালুকায় খেয়া পরিবহন (ঢাকা মেট্রো-জ-৫৮১৬) নামের একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলসহ ২৩ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) বে‍লা ১১টার দিকে সংশ্লিষ্ট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



মামলার বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, মামলায় এক থেকে দেড়শো জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় খেয়া পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।