যশোর: যশোর-খুলনা মহাসড়কের বেলতলা এলাকায় পদ্মা অয়েলের তেলবাহী গাড়ির ধাক্কায় জনি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি মহাসড়কের পাশ্ববর্তী সিংড়া আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
যশোর বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কলেজ ছাত্র জনি বাইসাইকেলে করে অভয়নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলতলা এলাকায় পৌঁছালে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওয়াপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করলে বিকেল ৩টার দিকে জনির মৃত্যু হয়।
এদিকে, কলেজছাত্র জনির মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে তার সহপাঠি ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে।
পরে যশোরের একজন সহকারী পুলিশ সুপার ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্তনা ও বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরআগে, একইদিন বেলা ১টার দিকে যশোর-খুলনা সড়কের মণিরামপুরের বেগারিতলা এলাকায় ট্রাকের ধাক্কায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫