ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাহার আকন্দের চুক্তির মেয়াদ ফের বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
কাহার আকন্দের চুক্তির মেয়াদ ফের বাড়লো

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) আব্দুল কাহার আকন্দের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।

বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে সরকার।



আদেশে বলা হয়, গত ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এ দুই বছর মেয়াদ কার্যকর হবে।

এর আগে কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার মামলার তদন্ত কর্মকর্তাও ছিলেন তিনি।

এই কর্মকর্তা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বেও রয়েছেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কাছে ছিনতাইকারীদের হাতে নিহত যুগ্ম-সচিব নিকুঞ্জ বিহারী নাথ হত্যা মামলা, মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে নিহত সার্জেন্ট আহাদ মামলারও তদন্তের দায়িত্ব পালন করেছেন কাহার আকন্দ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।