ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানুষ বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধের নিয়ত বেধেছিল

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
মানুষ বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধের নিয়ত বেধেছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: এ দেশের মানুষ যখন নিয়ত বেধে ফেলে তখন তারে কেউ ফেরাতে পারে না। বঙ্গবন্ধুর আহ্বানে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের নিয়ত বেধেছিল।

 
 
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা বলেন।
 
তিনি বলেন, তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য, তাদের সবকিছু ছিল- কামান ছিল, গোলা ছিল, বারুদ ছিল, এয়ারফোর্স ছিল; কিন্তু বাঙালিরে দমায়ে রাখতে পারেনি। এখনও মানুষ তবলীগের জন্য নিয়ত বাধছে, খালেদা জিয়ার কোনো সাধ্য নাই সেটা ঠেকাবে।
 
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, উনি নিজে জিডি করছেন যে উনার ওপর হামলা হতে পারে। কিন্তু বাড়িতে না থাইকা উঠছেন অফিসে। অফিসে তো নানান জাতের লোক যায়। অফিসটাও তো রক্ষা করতে হবে।  
 
আপনারা বলেন, উনার বাড়ির সামনে বালুর ট্রাক কেন? এটা কে না জানে কোনো বিস্ফোরক যদি ছুইড়া মারে বালুর উপরে ওইটা ফুটে না। কাজেই বালুর ট্রাক চারদিকে রাখতেই হইছে। আর যখন তালা খুইলা দেওয়া হলো তখন উনি যাবেন না। উনি ওখানে বইসা তামশা করতেছেন।
 
একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের গ্রেফতার নিয়ে তিনি বলেন, তারেক ফেরারি আসামি, তার বক্তৃতা একুশে টেলিভিশনে দেখাইতে গেছে। ফেরারি আসামি কোনো দিন বক্তৃতা দিতে পারে? ওই টেলিভিশন আমরাই দিছিলাম। খালেদা জিয়া ওই টেলিভিশন বন্ধ কইরা দিছিল। আমরাতো বন্ধ করিনাই। মালিক অন্যায় করছে, তারে পর্ণছবির মামলায় গ্রেফতার করা হয়েছে। টেলিভিশন কিন্তু চলছে। জঙ্গিদের টাকা পাইয়া তারা এখন পর্ণ ছবি দেখায়।
 
মন্ত্রি বলেন, আমি ইলেকশনে বলছিলাম, নৌকায় ভোট দেন, সারের পেছনে আপনাদের দৌড়াইতে হবে না। সারই আপনাদের পেছনে দৌড়াবে। আল্লাহ আমাদের কথা কবুল করছেন। আর এইবার বলছিলাম ভোট দেন, বিদ্যুতের অবস্থা এই হবে যে, উৎপাদনের খরচ তোলতে গিয়ে আপনাদের বলতে হবে যে বিদ্যুৎ নেন। তাই হবে। দেশ চলতেছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শকুনের দোয়ায় গরু মরে না। বরং বাংলাদেশে এখন শকুন পাওয়া যায় না। গরুও কম মরে।
 
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক হায়দার আলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ।
 
এদিন মন্ত্রী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৯০ জন শিক্ষার্থীর মধ্যে শীতের কম্বল বিতরণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।