ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বগুড়া: বগুড়া জেলা সদরের এরুলিয়া এলাকায় ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সামিউল (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আবু রায়হান (৪২) ও মা সয়েমা (৩০) আহত হয়েছেন।



বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত আবু রায়হান বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল এরাকার আফছার আলীর ছেলে।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে সকালে মোটরসাইকেলযোগে বগুড়া আসছিলেন আবু রায়হান। সাড়ে ৮ টার দিকে এরুলিয়ায় পৌঁছলে বেপরোয়া গতিতে আসা ভটভটিটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তার পাশে উল্টে পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সামিউলের মৃত্যু হয়।   

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।