ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ কৃষকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত কৃষক ললিত কান্তি চাকমা (৩০) মারা গেছেন।
 
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  গুইমারা এলাকায় মারা যান তিনি।


 
এর আগে, সকালে উপজেলার মাইসছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন লালিত কান্তি। তিনি ওই এলাকার সিংহ মণি চাকমার ছেলে।  
 
অ্যাম্বুলেন্স চালক মো. মুসা তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মৃতদেহ মাইসছড়ি এলাকায় নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
 
সকালে কলার ছড়া বিক্রি করতে মাইসছড়ি বাজারে যাওয়ার পথে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করার পরামর্শ দেন।

** খাগড়াছড়িতে কৃষক গুলিবিদ্ধ, চমেকে স্থানান্তর
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।