ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে বাসে আগুন

ঢামেকে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু, মোট নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ঢামেকে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু, মোট নিহত ৫ ছবি: ফাইল ফটো

ঢাকা: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রোলবোমা হামলায় আহত এক বৃদ্ধা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহত তসীরন বেগম (৬০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ লকিয়ারা গ্রামের মৃত জসীম উদ্দিনের মেয়ে।



এছাড়াও একই ঘটনায় ঢামেকে স্থানান্তরিত গুরুতর আহত আরেক নারী চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. সাল‍াউদ্দিন তসীরন বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকাগামী বাসটি উপজেলার বাতাসন গ্রাম এলাকায় পৌঁছলে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ২৫ জন আহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহত তসীরনসহ এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫-এ। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

ঘটনার পরপরই মঙ্গলবার রাতে বাতাসন গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা জামায়াত-শিবিরের কর্মী। এদের মধ্যে অন্তত দুইজন বোমা হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে ধারণা করছে পুলিশ। তবে তাদের নাম জানানো হয়নি। অভিযান অব্যহত রয়েছে বলে রাতে বাংলানিউজকে জানায় পুলিশ।  

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।