ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ককটেলের আঘাতে চোখ হারালো শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ককটেলের আঘাতে চোখ হারালো শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার সংলগ্ন এমএসকো টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে অভি নামে এক শিক্ষার্থীর বামপাশের চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ককটেলটি তার মুখে বিস্ফোরিত হয়।

এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু জীবনও ককটেলের স্প্লিন্টারে আহত হন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক বাংলানিউজকে জানান, ককটেলের আঘাতে তার কপাল ও মুখমণ্ডলের বামপাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাঁপাশের চোখটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে।  

আহত অভি কলতাবাজারের ডিম বিক্রেতা দোলোয়ার হোসেনের ছেলে। অভির মা নুরজাহান বেগম জানান, তার ছেলে কবি নজরুল সরকারি কলেজের এইচএসসি ১৫ বর্ষের শিক্ষার্থী।
 
ঘটনার পরপর অভির বন্ধু জীবন বাংলানিউজকে জানান, তারা তিনি বন্ধু বঙ্গবাজারে কেনাকাটা করতে যান। রাস্তায় হাঁটতে থাকা অবস্থায় অভির মুখে এসে একটি ককটেল বিস্ফোরিত হয়। অপরটি বিস্ফোরিত হয় তার পাশে। এতে তিনিও আহত হন।

** বঙ্গবাজারে যুবকের মুখে ককটেল

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।