ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিভাগ হচ্ছে ময়মনসিংহ: আনন্দ বন্যা ফেসবুক ও রাজপথে

আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিভাগ হচ্ছে ময়মনসিংহ: আনন্দ বন্যা ফেসবুক ও রাজপথে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: দীর্ঘদিনের দাবি, আন্দোলন, সংগ্রাম অবশেষে সফলতার মুখ দেখতে যাচ্ছে ময়মনসিংহ। ঢাকা বিভাগ থেকে পৃথক হয়ে আলাদা বিভাগ হচ্ছে এ জেলা।

দেশের অষ্টম বিভাগীয় নগরীতে উন্নীত হতে যাচ্ছে শিক্ষা ও সংস্কৃতির শহর ময়মনসিংহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে এ সংবাদ উচ্চারিত হওয়ায় আনন্দ বন্যায় ভাসছে ময়মনসিংহের মানুষ। আর তারই প্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রাজপথেও লেগেছে বাঁধভাঙা উচ্ছ্বাসের ঢেউ। আনন্দের এ জোয়ারে ক্লান্তি নেই কারো। এ উল্লাস হার মানিয়েছে চলমান উত্তপ্ত রাজনীতিকেও।

ময়মনসিংহ বিভাগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ বাংলানিউজকে বলেন, ‘অনেক দিন পর আমাদের দাবি পূরণ হয়েছে। আমরা খুশি হয়েছি। আনন্দিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। ’

অতীতে রাজনৈতিক দলগুলো ময়মনসিংহ বিভাগ দাবিকে সমর্থন করলেও কোন সরকার করেনি ময়মনসিংহ বিভাগ। ভোটের সময় আশ্বাস-প্রতিশ্রুতিতেই ঘুরপাক খেয়েছে এ অঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের স্বপ্ন। তবুও আশায় বেঁধেছে বুক। অবশেষে প্রতীক্ষার প্রহর কেটেছে। দিনবদলের পানসিতে চড়ে ময়মনসিংহবাসী পেতে যাচ্ছে প্রাণের বিভাগ।

শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে জনসভা করে আনুষ্ঠানিকভাবে নতুন বিভাগের উদ্বোধন করবেন, এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

আনন্দ বন্যায় ফেসবুক:
 
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে সরকারের এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। অভিনন্দন বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল। কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

ময়মনসিংহ বিজয় দিবসে এক আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগ হতে যাচ্ছে, এমন আশাবাদী উচ্চারণ করেছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।

তিনি বলেছিলেন, ‘ময়মনসিংহবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি ময়মনসিংহ বিভাগ। আমাদের দীর্ঘদিনের এ প্রাণের দাবি অচিরেই বাস্তবায়ন হবে। ’

বিভাগের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রীর ছবিসহ ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

জেগে উঠো ময়মনসিংহের ব্যানারে ময়মনসিংহ বিভাগের দাবিতে দীর্ঘসময় প্রচারণা চালিয়েছিল একদল তরুণ অনলাইন অ্যাক্টিভিস্ট। এদের একজন জামান পায়েল নিজের ওয়ালে লিখেছেন ‘কয়েক কোটি মানুষের প্রাণের দাবি আজ পূরণ হলো। আমরা অত্যন্ত আনন্দিত। ’

‘এই মাত্র খবর এলো, প্রধানমন্ত্রী বিভাগ হলো, প্রধানমন্ত্রী বিভাগ দিলো’ সোমবার রাতে শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় বের হওয়া একটি মিছিলের শ্লোগান ছিলো এটি। উৎসবের আবহে মিছিলের সঙ্গে সুর মেলাচ্ছিলো পথচারীরাও। ময়মনসিংহ বিভাগ দাবিতে প্রায় তিন দশক ধরে আন্দোলন করা সংগঠন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনও ওই রাতে শহরে আনন্দ মিছিল করে।

‘থ্যাঙ্কস বাংলানিউজকে’:

ফেসবুকের দেয়াল ঘুরে বেড়াচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের একটি সংবাদ। আশাহত ময়মনসিংহবাসীর জন্য ‘ময়মনসিংহ বিভাগ হচ্ছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে ঘিরেই মূলত উচ্ছ্বাস-আনন্দ শুরু হয়ে যায় ফেসবুক-রাজপথে।

বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারি তাদের নিজেদের ওয়ালে বাংলানিউজের প্রকাশিত এ প্রতিবেদন পোস্ট করেন। কাড়াকাড়ি পড়ে যায় এ নিউজের প্রিন্ট কপি নিয়েও। অনেকেই এ প্রতিবেদকের ফেসবুকের ইনবক্সে কিংবা মুঠোফোনে এ আনন্দ সংবাদের জন্য জানান ধন্যবাদ।

এক চাকুরে মুঠোফোনে এক বাক্যে বলেন, ‘থ্যাঙ্কস বাংলানিউজকে। ’ সোমবার রাত গড়াতেই ‘ময়মনসিংহ বিভাগ, প্রধানমন্ত্রীর হাত ধরেই ৩ ‍ৎদশকের স্বপ্ন পূরণ’ শিরোনামে প্রকাশিত এ খবরও চষে বেড়াতে থাকে ফেসবুকের দেয়ালে দেয়ালে। বাংলানিউজ হয়ে উঠে ‘টক অব দ্যা ময়মনসিংহ। ’

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।