মাগুরা: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় শালিখা উপজেলা চেয়ারম্যানসহ ৩০ জনের নামে মামলা হয়েছে। পুলিশ মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকেলে মামলাটি দায়ের করেন শালিখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন চন্দ্র দাস।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, আড়পাড়া ব্রিজের কাছে বুধবার রাত পৌনে ১০টার দিকে আড়পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে মাগুরা থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, বাসের ভেতর মানুষ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান- বাসে আগুন দেওয়ার ঘটনায় শালিখা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি মোজাফফর হোসেন টুকু এবং ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ইব্রাহিম আলীসহ বিএনপি জামায়াতের ৩০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে।
শালিখা থানা পুলিশ এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত আসামি গোলজার হোসেন ও শুকুর আলী নামে জামায়াত-বিএনপি’র ২ কর্মীকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫