ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গার্মেন্টস কর্মকর্তাকে পিটিয়ে জখম

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
আশুলিয়ায় গার্মেন্টস কর্মকর্তাকে পিটিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): পূর্ব শক্রতার জের ধরে সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টসে মো. বজলুর রহমান মুন্না (৩০) নামে এক কর্মকর্তাকে পিটিয়ে গুরতর আহত করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার স্কাইলাইন গার্মেন্টসে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে স্কাইলাইন গার্মেন্টসের তৃতীয় তলায় কাজে যোগ দেন কোয়ালিটি ইনচার্জ মো. বজলুর রহমান মুন্না। কাজ করার সময় একই ফ্লোরের টেকনিশিয়ান বাদশা হঠাৎ করে পেছন থেকে মুন্নার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় আরও কয়েকজন শ্রমিক তার সঙ্গে যোগ দিয়ে বেধড়ক লাঠি পেটা করেন মুন্নাকে।

একপর্যায়ে মাথা ফেটে মুন্না অজ্ঞান হয়ে পড়েন। এ সময় খবর পেয়ে অন্যান্য ফ্লোরের শ্রমিকরা এসে তাকে উদ্ধার করে পাশের হাবিব ক্লিনিং অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। এ ঘটনায় ওই কারখানার ভেতরে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার এজিএম (প্রোডাকশন) শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, আহত মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে শ্রমিকরা মুন্নাকে মারধর করেছে তা জানার চেষ্টা চলছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।