বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দিতে সম্পন্ন হয় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন অনুশীলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শীতকালীন এই অনুশীলনে হেলিকপ্টার গানশিপ, ট্যাংক, আমর্ড পার্সোনেল ক্যারিয়ারসহ ভারী সমরাস্ত্র নিয়ে সেনাবাহিনীর উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকেরা উপস্থাপন করেন কঠোর শৃঙ্খলা ও দক্ষতার মনোমুগ্ধকর প্রদর্শনী।
বাংলানিউজের চিফ অব ফটো করেসপন্ডেন্ট নাজমুল হাসানের ক্যামেরায় ধরা পড়ে অনুশীলন মহড়ার রোমাঞ্চকর কয়েকটি মুহূর্ত।
ট্যাংক নিয়ে শত্রুপক্ষের সীমানায় আগুয়ান সৈন্যদল।
হতাহত (কল্পিত) সেনাদের উদ্ধার করে নিয়ে আসছে উদ্ধারকারী দল।
দ্রুতগামী বোট নিয়ে নদীর বিপরীত তীরে শত্রুর অবস্থান আক্রমণে ছুটে যাচ্ছে সৈন্যদল।
নদীর পাড়ে শত্রুর বাংকার লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ।
নদীতে বোটে থাকা সেনাদের সামনে থেকে কাভার দিচ্ছে উভচর সাঁজোয়া যান।
নদীতে নামছে উভচর সাঁজোয়া যান। এসব শক্তিশালী সমরযন্ত্র জলে ও ডাঙ্গায় সমানভাবে চলতে পারে।
আকাশ থেকে আগুয়ান সেনাদের কাভার দিচ্ছে হেলিকপ্টার গানশিপ
নদী পার হয়ে শত্রুর অবস্থান দখল করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে পদাতিক সেনারা।
অস্থায়ী সেতু তৈরি করে সেনা ও ভারী যানবাহন পার করা হচ্ছে।
শত্রুর সঙ্গে চূড়ান্ত বোঝাপড়ার জন্য ছুটে যাচ্ছে পদাতিক সৈন্যদল।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫