ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করতে হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: জঙ্গিবাদকে পুরোপুরি ধ্বংস ও নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
বৃহস্পতিবার (১৫ জনুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর সামরিক জাদুঘরে ‘বেঙ্গল ফাউন্ডেশন এনগেজ-ঢাকা’ শীর্ষক এক অালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



তথ্যমন্ত্রী বলেন, আমরা এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে কিছু বিষয় নিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। আমরা কোন পক্ষে থাকবো, জঙ্গিবাদ নাকি গণতন্ত্র, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সবাইকে।

তিনি বলেন, জঙ্গিবাদকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই হবে।

নগরায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতিকে সঙ্গে নিয়েই নগরায়ন করতে হবে। আমাদের ঐতিহ্য যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল অাবদুল মুহিত বলেন, বাংলাদেশের অনেক প্রকৌশলী দেশের গণ্ডি পেরিয়ে অান্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। আশা করব বতর্মান প্রজন্মের প্রকৌশলীরাও তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করবেন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাসরুল হামিদ প্রকৌশলীদের নৈতিকতার ওপর জোর দিয়ে বলেন, আমি বুড়িগঙ্গা রক্ষা কমিটির সদস্য। কিন্তু বুড়িগঙ্গাকে রক্ষা করতে পারছি না। ঐতিহ্যকে ধরে রেখে কাজ করার দায়িত্ব প্রকৌশলীদের নিতে হবে। কারণ অবৈধ জায়গায় যেসব সুউচ্চ ভবন তৈরি হচ্ছে তার নকশা কিন্ত করছে কোনো না কোনো প্রকৌশলীই। সুতরাং, এসব বিষয়ে দায়িত্বশীলদের দায়িত্ব নিতে হবে।

অালোচনা সভায় পৃথিবীর মোট ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান অাবুল খায়ের, বেঙ্গল ফাউন্ডেশনের পরিচলক লুবা নাহিদ, ইনস্টিটিউট অব আরকিটেক্ট’র প্রেসিডেন্ট আবু সাঈদ, কাশেফ মাহবুব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।