ঢাকা: সহিংসতা দমনে যা যা দরকার তাই করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন দগ্ধদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিবি মহাপরিচালক যা বলেছেন নিজ দায়িত্ব থেকে বলেছেন। যারা ককটেল-পেট্রল বোমা নিক্ষেপ করে সহিংসতা সৃষ্টি করছে, তাদের দমন করতে যা যা দরকার তাই করা হবে এবং অচিরেই এ সহিংসতা বন্ধ হয়ে যাবে।
এর আগে হাসপাতালের ৫ম তলা বার্ন ইউনিটে চিকিৎসাধীন মাসুম, পেয়ার আলী, সাইফুল, সিদ্দিকুর রহমান ও অমূল্য বর্মন মোট পাঁচ জনের শারীরিক অবস্থারখোঁজ-খবর নেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫