ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে পিকেটারদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন এর চালক। দগ্ধ চালক সিদ্দিক আলীর (৪৫) বাড়ি রাজশাহী জেলার বানেশ্বরে।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে ঢাকা-রাজশাহী মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সুপার এস এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জী জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী টমোটো বোঝাই গাড়ীটি মহাসড়কের কোনাবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তার ধারে ওৎ পেতে থাকা জামায়াত-শিবিরের লোকজন ট্রাক লক্ষ্য করে পেট্টোল বোমো  ছোঁড়ে। এ সময় ট্রাকের পাশাপাশি চালকের শরীরেও আগুন ধরলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় এটি। চালককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর পরই পুলিশ সুপার নিজেই ঘটনাস্থলে যান এবং দগ্ধ চালকের চিকিৎসার ব্যবস্থা করেন।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।