টঙ্গীর ইজতেমা ময়দান থেকে: ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মারা গেছেন তিন মুসল্লি।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর পর্যন্ত এই তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন, আ. রহমান (৬৫), তার বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। আব্দুল কুদ্দুছ (৬২), বাড়ি লক্ষীপুরের ডুমনীতে। এরআগে বুধবার রাতে বিল্লাল হোসেন (৩০) নামে একজন মুসল্লি বাথরুমে পড়ে গিয়ে মারা যান। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, গত রাতে দুই জন মুসল্লি শীত জনিতকারণে শ্বাসকষ্টে মারা গেছেন। এরমধ্যে একজন বৃহস্পতিবার সন্ধ্যায় ও আরেকজন শুক্রবার ভোররাতে মারা যান। ফজরের নামাজের পর তাদের দুইজনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫