ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সার্কভুক্ত দেশের সংস্কৃতি নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সার্কভুক্ত দেশের সংস্কৃতি নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিনিময় এবং পারস্পারিক চর্চার উদ্দেশ্যে শুরু হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে আগারগাঁও সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


 
সার্কভ‍ুক্ত দেশগুলোর পাবলিক সার্ভিস কমিশন বা সিভিল সার্ভিস কমিশন প্রধানদের চতুর্থ সম্মেলন উপলক্ষে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি তিনদিনব্যাপী ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে দু’টি শাখায় ভাগ করা হয়েছে। একটি হলো ৮-১৬ বছর বয়সীদের জন্য ‘সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতি’ শিরোনামে। অপরটি ১৬-২৬ বছর বয়সী প্রতিযোগিদের জন্য ‘সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নে যোগ্যকর্মী বাহিনী নির্বাচনে পারস্পারিক সহযোগিতাই আমাদের অঙ্গীকার’ শিরোনামে।

অনুষ্ঠানে পিএসসির সচিব শাহজাহান আলী মোল্লা বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর ইতিহাস ও ঐতিহ্য জানার পাশাপাশি এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে প্রতিযোগিরা।  

একই সঙ্গে পারস্পারিক সহযোগিতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক পিএসসির সদস্য মোহাম্মদ সাদিক।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।