ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলনে স্থপতিদের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলনে স্থপতিদের মিলনমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশি-বিদেশি কৃতিমান স্থপতিদের মিলনমেলায় পরিণত হয়েছে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ‘এঙ্গেজ ঢাকা ২০১৫: প্লেস প্রেজেন্স’। দেশের কৃতিমান স্থপতি বশিরুল হক, কাজী খালিদ আশরাফের মতো স্থপতিরাসহ প্রিৎজকার অ্যাওয়ার্ড বিজয়ী প্রবীণ স্থপতি ফুমিহিকো মাকি, যুক্তরাজ্যের স্থপতি উইলিয়াম কার্টিসের মতো বিদেশি গুণী স্থপতিরাও উপস্থিতিও রয়েছেন স্থাপত্য মেলায়।

দর্শক সারিতে রয়েছেন স্থাপত্য কলার শিক্ষার্থীসহ কর্মজীবীরা।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সম্মেলনের দ্বিতীয় দিনে বরেণ্য স্থাপতিরা আলোচনা করেছেন স্থাপত্যকলা প্রসঙ্গে। রাজধানীর বিজয় সরণী সামরিক যাদুঘর প্রাঙ্গনে আয়োজিত এ সম্মেলন শেষ হবে শনিবার।
 
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। বাংলাদেশের আধুনিক স্থাপত্য চিন্তার রূপকার স্থপতি মাজহারুল ইসলামকে উৎসর্গ করা হয়েছে এ আয়োজন।
 
সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতে আলোচনায় অংশগ্রহণ করেন জাপানের বিশ্বখ্যাত স্থপতি ফুমিহিকো মাকি। আলোচনার এক ফাঁকে তিনি জানান, মানবিক সব আদান প্রদান অনেক বেশি উজ্জীবিত করে এ বিশ্বাসই তার নকশার অনুপ্রেরণা ও উৎস।
 
এরপর আলোচনায় আসেন স্থাপত্য কলার ইতিহাসবিদ ও যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাজী খালিদ আশরাফ। তিনি লুই কানের বিভিন্ন নকশা নিয়ে মনোমুগ্ধকর আলোচনা করেন।
 
সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশি বিদেশি স্থপতিদের বক্তব্য ও আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারবেন এই বিশ্বাস থেকেই তাদের এ সম্মেলনে অংশগ্রহণ করা বলেও জানালেন শিক্ষার্থীরা।
 
সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী রিফাত বিন আছাদ বলেন, বড় বড় মাপের স্থপতিদের কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি অনেক বিষয়ে পরিচিত হতে পারছি। এ রকম আয়োজন আমাদের মতো শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক।
 
আয়োজকেরা জানান, সারাদিনব্যাপী সম্মেলনের আলোচনায় দুপুরের পর অংশ নেবেন ভারতের অনুপমা কুন্ডু, মাদ্রিদের হেক্টর ফারনান্দেজ এলোরজা।

এছাড়া বিকেলে বেঙ্গল আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটটের পক্ষ থেকে ডিজাইন এডুকেশনের আলোচনা। এবং সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রবীন্দ্র সংগীত। এতে অংশ নেবেন অদিতি মহসিন, রাজপুরা চৌধুরী।
 
সম্মেলনে মোট ১৪ জন স্থপতি বক্তব্য রাখবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশের স্থপতি সাইফুল হক, তুরস্কের হ্যান তুমারতাকিন, শ্রীলঙ্কার পালিন্দা কান্নানগারা, মালয়েশিয়ার কেন ইয়েং, লস অ্যাঞ্জেলসের আরবান ডিজাইনার ফারুক আমিন প্রমুখ। সম্মেলনের পরিচালনায় রয়েছেন পরিচালক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।