ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বিশ্ব ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু হল।



তীব্র শীত ও শ্বাসকষ্টজনিত কারণে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে আজম হাওলাদার (৬৪) নামে ওই মুসল্লির মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত আজম হাওলাদার বরিশালের টিকাশ্বর এলাকার রহম আলী হাওলাদারের ছেলে।

ইজতেমায় আগত গিয়াস উদ্দিন নামে এক প্রকৌশলী বাংলানিউজকে জানান, মধ্যরাতে তীব্র শীত ও শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আজম হাওলাদার। টঙ্গী হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

শনিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশসময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।