ঢাকা : রাজধানীর কমলাপুর এলাকায় সোমবার রাতে বাস চাপা পড়ে নিহত হয়েছে রাহাতুজ্জামান (১৫) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। সে শ্যামপুর পোস্তগোলার ব্রাইট হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।
একই ঘটনায় আহত হয়েছে তারই সহপাঠী বন্ধু নিয়াজ আহমেদ (১৬)।
আহত নিয়াজ আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, রাত সাড়ে ১১টায় মোটর সাইকেলে কমলাপুর হয়ে মানিকনগরে তারা বাসায় ফিরছিল। কমলাপুর আইসিডি গেট এলাকায় বেপরোয়া একটি মিনিবাস তাদের চাপা দেয়। রাহাত ও নিয়াজ উভয়েই মারাত্মকভাবে আহত হয়। তাদের মোটর সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাহাতুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ স্থানীয় সময় : ০১৩০ ঘণ্টা, ০১.০৬.১০
এসআরআর/এজে/জেএম