ঢাকা : শত চেষ্টাতেও বাঁচানো গেল না দুর্বৃত্তদের আগুনে দগ্ধ আলেয়াকে (১৮)। টানা ৬ দিন অসহ যন্ত্রণা ভোগ করে সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন চিকিৎসাধীন আলেয়া।
।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২৬ মে বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর পল্লবীতে গামেন্টকর্মী আলেয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্থানীয় মাদক ব্যবসায়ী খোকন ও তার দুই বন্ধু।
এলাকাবাসী আগুনে পুড়ে যাওয়া আলেয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর থেকেই আলেয়া হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু উন্নত চিকিৎসা, প্রধানমন্ত্রীর দফতরের তৎপরতা আর ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি ।
আলেয়ার খালা রাজিয়া বেগম জানান, খোকন দীর্ঘদিন ধরে আলেয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে প্রস্তাবে রাজি না হওয়ায় খোকন ও তার বন্ধুরা তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। এ জন্য আলেয়া গার্মেন্টসের চাকরিটাও ছেড়ে দিতে বাধ্য হন। তবু তার পিছু ছাড়েনি খোকন।
তিনি আরো বলেন, ঘটনার দিন সন্ধ্যায় খোকন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আলেয়াকে বাসার বাইরে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলতে বাধ্য করে। কিন্তু খোকন বিবাহিত ও মাদক ব্যবসায়ী বলে আলেয়া তা প্রত্যাখ্যান করেন। বাসায় ফেরার চেষ্টা করলে খোকনের সহযোগীরা তাকে ঘিরে ধরে। এরপর খোকন ও তার বন্ধুরা মিলে আলেয়ার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা খোকনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বাংলাদেশ স্থানীয় সময় : ০২০০ ঘণ্টা, ০১.০৬.১০
এসআরআর/এজে/জেএম